'কাশ্মীরের জনগণের অধিকার লঙ্ঘন করা হচ্ছে'

প্রকাশ : ২০ আগস্ট ২০১৯, ১৩:১৮

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবারও কথা বলেছেন কাশ্মীর প্রসঙ্গে। মমতা জানিয়েছেন, কাশ্মীরের জনগণের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে।

এক টুইট বার্তায় বিশ্ব মানবতা দিবস উপলক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা আরোও লেখেন, ‘‘আজ বিশ্ব মানবিকতা দিবস। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘিত হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি।’’

মমতা আরোও লেখেন, ‘‘মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের অত্যন্ত কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন এবং লক-আপে মৃত্যুর প্রতিবাদে আমি ২১দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি।’’

উল্লেখ্য, ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ও ৩৫ (এ) ধারা বিলুপ্তি করে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই কাশ্মীরের পক্ষে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত