ইতালিতে ২ বাংলাদেশি ভাইয়ের করুণ মৃত্যু

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৫:৩৫

ইতালির মিলান শহরে বাজ্জিও এলাকায় বাংলাদেশি দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকালে বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই আব্দুল হাই (৪১) মারা যান। পরে অনুশোচনায় ভুগে ছোট ভাই জমির উদ্দিন (৩৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

১৮ আগস্ট (রবিবার) তাদের ভবনের পাশের বিল্ডিংয়ে অবস্থান করা একজন শ্রীলঙ্কান নাগরিক গলায় ফাঁস দেওয়া মৃতদেহটি দেখতে পান। জরুরি বিভাগে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ এসে ঘর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। ঝুলে থাকা মৃতদেহসহ আরেকজনের লাশ ছিল রক্তাক্ত। বারান্দার সামনে থেকে উদ্ধার করা হয়েছে একটি রক্তমাখা ছুরি। 

প্রতিবেশিরা জানান, ভবনের সেই কক্ষ থেকে রাত আড়াইটার দিকে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা গেলেও কিছু সময় পর সবকিছু নীরব হয়ে যায়।

ছোট ভাইটি মদপানসহ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতো। আর এই অনৈতিক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনার চেষ্টাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত