ভারতে ভারী বৃষ্টিপাতে শিশুসহ নিহত ২৮

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৩:২৭

ভারতে হিমাচলপ্রদেশে ভারী বৃষ্টিপাতে নারী ও শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো কমপক্ষে ২২ জন।

১৮ আগস্ট (রবিবার) স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে রাজ্যগুলোয় এমন প্রাণহানির ঘটনা ঘটেছে।

জানা যায়, দেশটির উত্তরাঞ্চলে ভারী জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ডুবে গেছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের বহু এলাকা। হিমাচলের অনেক জেলাই যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টিপাত ও বন্যার কারণে কাকলা ও শিমলাসহ বিভিন্ন স্থানে ট্রেন সেবা ব্যাহত হচ্ছে।

সোমবার (১৯ আগস্ট) শিমলা, সোলান, কুল্লু ও বিলাসপুর জেলার সব স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে সরকারিভাবে ঘোষণা দেয়া হয়েছে।

অপর দিকে যমুনাসহ রাজ্যের আশপাশের উপনদীগুলোর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় রাজধানী নয়া দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে বন্যার আগাম সতর্কতা জারি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত