আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত ৬৩

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ১২:৪৩

আফগানিস্তানে রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেল বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দেড় শতাধিক মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানোর পর তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন। খবর বিবিসি, সিএনএন ও আলজাজিরার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, বিয়ের অনুষ্ঠানে সাজানো মঞ্চের কাছে আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ারও খবর দিচ্ছে কর্তৃপক্ষ। পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত ৬ নম্বর ওয়ার্ডের শাহরে দুবাই হোটেলে শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

এর আগেও এই এলাকায় বহুবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব হামলার আফগানিস্তানে তৎপর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে দায়ী করা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত