গরিবদের জন্য বন্ধ হতে যাচ্ছে আমেরিকার দুয়ার

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ১১:৪৭

গরিবদের জন্য বন্ধ হতে যাচ্ছে আমেরিকা যাওয়ার পথ এবং সেই সাথে বৈধভাবে আমেরিকায় অবস্থানকারী দরিদ্র অভিবাসীদের স্থায়ী বাসিন্দা লাভের পথও বন্ধ হবে এমনটাই ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

গত ১২ আগস্ট (সোমবার) ‘ইউনাইটেড স্টেস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন’ (ইউএসসিআইএস) এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত এই আইনের আওতায় যুক্তরাষ্ট্রে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করতে চাইলে প্রার্থীকে সরকারি সহযোগিতার ওপর নির্ভরশীল না হয়ে অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং ব্যক্তিগত সামর্থ্য এবং পরিবারের সদস্যবর্গ, স্পন্সরগণ এবং প্রাইভেট অর্গানাইজেশনের ওপর নির্ভরশীল হতে হবে।

কোন বৈধ অভিবাসী কখনও ওয়েলফেয়ার (কল্যাণভাতা) গ্রহণ করে থাকলে তবে তার পক্ষে পারমানেন্ট স্ট্যাটাস (গ্রিনকার্ড বা স্থায়ী মর্যাদা) লাভ অত্যন্ত কষ্টকর হবে।

আগামী ১৫ অক্টোবরের মাঝামাঝি এই নীতিমালা বাস্তবায়িত হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত