মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে কাশ্মীরে: কুমি নাইডু

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ১৫:৫২

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব কুমি নাইডু বলেন, ‘দশ বছর পর আবারও কাশ্মীর ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উঠল। পরিষদের সব সদস্যের মনে রাখা উচিৎ, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে হবে।’

১৬ আগস্ট (শুক্রবার) কাশ্মীরের অচলাবস্থা নিরসনে আবারও ভারতের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেখানে আন্দোলনের ভয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সব রাজনৈতিক নেতাদের গণহারে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হচ্ছে বলেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

কুমি নাইডু বলেন, ‘কাউকে অন্যায়ভাবে অবরুদ্ধ করে তার স্বাধীনভাবে চলাচলের সুযোগ বন্ধ করা যাবে না। ভারত সরকার কাশ্মীরে তাই করছে। সেখানে সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন। মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে কাশ্মীরে।’

আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে এ গিয়ে আসার অনুরোধ জানান তিনি।

খবর-দ্যা ডন