কাশ্মীরে কাটছে অচলবস্থা

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ১১:৫৯

কাশ্মীরে কাটছে অচলবস্থা। খুব শীঘ্রই সেখানে পুনরায় চালু হতে যাচ্ছে টেলিফোন যোগাযোগ।

এমন তথ্য জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম।

এক সংবাদ সম্মেলনে বিভিআর সুব্রহ্মণ্যম জানান, আগামী সপ্তাহের মধ্যেই কাশ্মীরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। টেলিফোন লাইন খুব শীঘ্রই চালু হলেও ফোন ও ইন্টারনেট সেবা কবে থেকে চালু হবে এ ব্যাপারে কিছু জানাননি সুব্রহ্মণ্যম। 

কাশ্মীরের মুখ্যসচিব জানান, জঙ্গি দলগুলো নেট এবং মোবাইল কাজে লাগিয়ে সন্ত্রাসী তৎপরতা চালাতে পারে বলেই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা যায়, কাশ্মীরের বেশ কিছু এলাকায় শুক্রবার থেকেই চালু হয়েছে বাস সার্ভিস। শনিবার সকালেই শ্রীনগর এলাকা সচল হয়ে যাবার কথা রয়েছে। সোমবার থেকে খুলে দেওয়া হবে স্কুলগুলোও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত