‘বিশ্ব কি চুপ করে বসে কাশ্মীরে মুসলিম গণহত্যা দেখতে থাকবে’

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৯, ১৬:১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘বিগত ১২ দিন ধরে কাশ্মীরে ভারত সরকার কারফিউ জারি করে রেখেছে। বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বিশ্ব কি চুপ করে বসে কাশ্মীরে মুসলিম গণহত্যা দেখতে থাকবে?’

১৫ আগস্ট (বৃহস্পতিবার) ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তান ঘোষিত ‘কালো দিবস’ উপলক্ষে টুইটারে দেয়া এক বার্তায় এ কথা বলেন তিনি।

কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ভারতের গুজরাট ও বসনিয়ার স্রেব্রেনিকা গণহত্যার পূর্বপরিস্থিতি বলে উল্লেখ করেন তিনি।

টুইটবার্তায় বিশ্বশক্তির প্রতি প্রশ্ন রেখে ইমরান খান বলেন, ‘কাশ্মীর নিয়ে নীরবতা পালন করে বিশ্ব কি গুজরাট ও স্রেব্রেনিকার মতো আরেকটি মুসলিম গণহত্যা দেখতে চায়?’

এদিকে কাশ্মীরের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানজুড়ে কালো দিবস পালিত হচ্ছে। কালো দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খানও টুইটারে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন।

খবর-ডন ও জিয়ো নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত