চীনে টাইফুন লেকিমার ঝড়ে নিহত ২৮, নিখোজ ১০

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ২১:৫৬

চীনে টাইফুন লেকিমার নামে ঘুর্ণি ঝড়ের আঘাতে পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝৌতে ভূমিধসে চাপা পড়ে এখন পর্যন্ত পাওয়া ২৮ জন নিহত ও অন্তত ১০ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। এছাড়া ১০ লাখেরও বেশি লোক বাড়িঘর থেকে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর

গত শনিবার সকালে ওয়েনলিংয়ে লেকিমা ঘণ্টায় সর্বোচ্চ ১৮৭ কিলোমিটার বেগের বাতাস নিয়ে আঘাত হানে ঘূর্ণি ঝড়টি।

লেকিমার কারণে এরই মধ্যে কয়েকশ ফ্লাইট বাতিল হয়েছে। চীনের আবহাওয়া ব্যুরো টাইফুন সতর্কতার মাত্রা আগের রেড অ্যালার্ট থেকে দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্টে নামিয়ে এনেছে।

গত শুক্রবার টাইফুনটি ১৯০ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে তাইওয়ানে আঘাত হেনেছিল। শনিবার উপকূলীয় শহর ওয়েনঝৌর ১৩০ কিলোমিটার উত্তরে একটি বাঁধ ধসে পড়ার পর ওই ভূমিধসের ঘটনা ঘটে।

চীনের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, লেকিমা এখন উত্তর দিকে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে এবং শক্তি হারাচ্ছে।