গাড়িবোমা হামলায় জাতিসংঘের ২ কর্মকর্তা নিহত

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ১৩:৫৩

লিবিয়ার বেনগাজি শহরে এক গাড়ি বোমা বিস্ফোরণে জাতিসংঘের অন্তত দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (১০ আগস্ট) স্থানীয় সময় দুপুরে পরিকল্পিতভাবে হামলাটি চালানো হয়।

জাতিসংঘ দীর্ঘদিন যাবত দেশটিতে চলমান গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে চূড়ান্ত একটি শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে।

২০১১ সালে যখন পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের হাতে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের মাধ্যমে লিবিয়ায় শুরু হয় এক সীমাহীন সংঘাত। দেশটির বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ এখনো বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতেই রয়ে গেছে।

লিবিয়ায় থাকা জাতিসংঘ মিশনের মুখপাত্র জিন এল আলম বলেন, 'আমরা সকল তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছি। হামলাটি ছিল পরিকল্পিত; যদিও শহরে এখন যুদ্ধ বিরতি অবস্থা চলছে। তবে তারা তা মানেনি।'

এ দিকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সব ধরনের সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছিলেন এলএনএ কমান্ডার খলিফা হাফতার। যা আগামী মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত কার্যকর থাকবে বলেও ঘোষণায় জানানো হয়।