মেক্সিকোয় সেতুতে ঝুলন্ত ১৯ মরদেহ

প্রকাশ : ১০ আগস্ট ২০১৯, ১৭:৫২

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে মিচোয়াকান প্রদেশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক মাদক কারবারি দলের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন।

৮ আগস্ট (বৃহস্পতিবার) প্রদেশের উরুয়াপান শহরের একটি সেতু থেকে অর্ধনগ্ন ও ঝুলন্ত অবস্থায় কয়েকজন এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় বাকিদের মরদেহ উদ্ধার করা হয়।

মিচোয়াকানের প্রধান প্রসিকিউটর আদ্রিয়ান লোপেজের বরাত দিয়ে খবরে বলা হয়, মাদক উৎপাদন, বিপণন ও সেবন সংক্রান্ত আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দলগুলোর মধ্যে ওই সংঘর্ষ ঘটে। কর্তৃপক্ষ তিনটি স্থান থেকে ওইসব মরদেহ উদ্ধার করে।

সাম্প্রতিক বছরগুলোতে মিচোয়াকান সংগঠিত অপরাধী চক্রগুলোর সংঘর্ষের অন্যতম প্রধান একটি জায়গা হয়ে উঠেছে। এ অঞ্চলের অপরাধীদের ঠেকাতে সরকার ২০০৬ সালে সেনাবাহিনী মোতায়েন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত