চীনে ঘূর্ণিঝড় লেকিমার আঘাতে নিহত ১৩

প্রকাশ : ১০ আগস্ট ২০১৯, ১৭:২৪

চীনের সাঙহাই প্রদেশে ঘূর্ণিঝড় লেকিমায় ১৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ১৬ জন। এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে শতাধিক মানুষ তাদের ঘর-বাড়ি থেকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

লেকিমার কারণে জেজিয়াং প্রদেশের ওয়েনলিংয়ে স্থানীয় সময় শনিবার (১০ আগস্ট) সকালে এই ভূমিধস হয়। এতে আরো ১৬ জন নিখোঁজ রয়েছেন।

ঘূর্ণিঝড়টিকে শুরুতে ‘সুপার টাইফুন’ হিসেবে অ্যাখ্যায়িত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এটা দুর্বল হয়ে যায়। অবশ্য তখনও এর গতি ছিল ঘণ্টায় ১৮৭ কিলোমিটার।

বন্ধ রয়েছে ট্রেন চলাচল, বিছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। বছরে নবম বারের মতো হওয়া এই ঘুর্ণিঝড় লেকিমার কারণে দেশটিতে বড় ধরণের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত