সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা

প্রকাশ : ১০ আগস্ট ২০১৯, ১৩:১৪

সৌদি আরবে আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনপন্থি হুতি বিদ্রোহীরা।

১০ আগস্ট (শনিবার) ইয়েমেনি সেনাদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতির বরাতে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম আল-মাসিরাহ।

হুতি বিদ্রোহীরা গণমাধ্যমটিকে জানায়, আবহা বিমানবন্দরের প্রধান পর্যবেক্ষণ টাওয়ারসহ আরো একটি স্থাপনা তাদের টার্গেট ছিল।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া বলেন, শুক্রবার (৯ আগস্ট) স্থানীয় সময় রাতে প্রথম হামলাটি বিমানবন্দরের জ্বালানী স্টেশনগুলোকে লক্ষ্যবস্তু করে চালানো হয়। এর কিছুক্ষণ পর দ্বিতীয়টি বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারকে অতি নির্ভুলতার সঙ্গে আঘাত করে।

অপর দিকে বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্সিয়াল গার্ডের সৃষ্ট সংঘাতে এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে ইয়েমেনের এডেন শহর। বর্তমানে সেখানে দফায় দফায় চলছে বন্দুকযুদ্ধ। গত দুই দিনের সহিংসতায় প্রাণ গেছে অন্তত ৪ জনের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত