চীনে ধেয়ে আসছে টাইফুন ‘লেকিমা’

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ১৫:১৬

চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘লেকিমা’। এই টাইফুনের আতঙ্কে পুরো অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে চীনা কর্তৃপক্ষ।

টাইফুন লেকিমা বর্তমানে তাইওয়ান উপকূলে অবস্থান করছে। সেখান থেকে ঘন্টায় ১৯০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে চীনের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। শনিবার (১০ আগস্ট) এটি চীনের ঝেজিয়াং প্রদেশে আঘাত হানবে বলে ধারনা করা হচ্ছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই অঞ্চলে দুর্যোগ মোকাবেলার জন্য জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়াও সাংহাই উপকূলীয় অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ উঁচু স্থানে অবস্থান করার জন্য সতর্কবার্তা পাঠানো হয়েছে। এদিকে জিয়াংসু ও শ্যান্ডং প্রদেশেও জরুরী সতর্কতা জারি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত