'বাংলা আছে কাশ্মীরের পাশে'

প্রকাশ : ০৬ আগস্ট ২০১৯, ১৫:১৯

কাশ্মীর ইস্যুতে এবারে সরব হলেন মমতাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বাংলা আছে কাশ্মীরের পাশে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাশ্মীরের মানুষ যাতে নিজেদের বিচ্ছিন্ন না ভাবে। কাশ্মীরের মানুষ সন্ত্রাসী নয়। এসময় মমতা মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লাদের পাশে থাকার বার্তা দেন ও তাদের মুক্তি দাবি করেন।

মমতা বলেন, আমরা এই বিলটিকে সমর্থন করতে পারি না। আমরা এই বিলের পক্ষে ভোট দিতেও পারি না। সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দল এবং কাশ্মীরিদের সঙ্গে কথা বলা। যদি আপনাকে স্থায়ী সমাধানে পৌঁছানোর দরকার হয় তবে আপনাকে আলোচনার রাস্তায় আসতেই হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও জানান, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি সম্পর্কে আমার কোনো তথ্য নেই। আমি কেন্দ্রের সরকারের কাছে আবেদন করছি যেন তারা এবং কাশ্মীরের মানুষ নিজেদের বিচ্ছিন্ন না ভাবে, তার ব্যবস্থা করুন। কেননা কাশ্মীরের মানুষ সন্ত্রাসী নয়। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির স্বার্থে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা ও ফারুক আবদুল্লাদের মুক্তির দাবি জানান। 

এসময় সংসদেই বিক্ষোভ প্রদর্শন করে সংসদ থেকে ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেস।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত