কাশ্মীরে কারফিউ ঘোষণা ভারতের

গৃহবন্দি করা হয়েছে কাশ্মীরি নেতাদের

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৯, ১২:৩৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেখানকার শীর্ষ কাশ্মীরে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারী থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে স্থানীয় নেতাদের গৃহবন্দি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর আগে কাশ্মীরে অতিরিক্ত ৩৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার (৪ আগস্ট) থেকে কাশ্মীরের নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। বন্দিদের মধ্যে রয়েছে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুব মুফতিও।

বিবিসি জানিয়েছে, বিজেপি বিরোধী নেতাদের সেখানে বন্দী করে রাখা হয়েছে। তাছাড়া, বন্ধ করে রাখা হয়েছে টেলিফোন ও ইন্টারনেট লাইন।

এর আগে, জঙ্গি হামলার ঝুঁকি থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল অমরনাথ যাত্রা। দ্রুতই সেখান থেকে অমরনাথে যাত্রী ও অন্যান্য পর্যটকদের সরিয়ে আনা হয়েছে। 

তবে, কোন তথ্যের ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তগুলো নিচ্ছে তা স্পষ্ট নয় কোনো মহলেই। এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

বর্তমানে, কাশ্মীরে প্রায় প্রতিটি রাস্তায় সেনাবাহিনীর কড়া টহল দেখা যাচ্ছে। নিয়ন্ত্রণ রেখা এলওসি'তে বেড়েছে উত্তেজনা। দুই পাশেই চালানো হচ্ছে কামানের গোলা।

কারফিউ থাকার কারণে কাশ্মীরে লোকজন বাড়ি থেকে বের হচ্ছেন না। সকাল থেকেই সেখানে সকল দোকান বন্ধ থাকছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত