'মশাদের না মেরে, তাদেরকে রক্ত দান করা উচিৎ'

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৯, ১৬:৫৭

ফরাসি প্রাণী অধিকারকর্মী অ্যামেরিক ক্যারনের বলেছেন, সন্তানদের জন্য একটি মা মশাকে নিজের জীবন ঝুঁকিতে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। মশাদের না মেরে, তাদেরকে রক্ত দান করা উচিৎ। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট’র খবরে বলা হয়, মশা না মেরে অন্য উপায়ের কথা বলেছেন অ্যামেরিক ক্যারনের।

তিনি বলেছেন, একান্তই যদি মশাদের রক্ত দিতে প্রস্তুত না থাকে কেউ তাহলে রসুনসহ প্রাকৃতিক বিভিন্ন জিনিসের ব্যবহার করতে বলেছেন তিনি। এগুলো মশাদের দূরে রাখে বলে জানান ক্যারন।

ক্যারনের দাবি, পোকা-মাকড় তাদের ডিমের জন্য প্রোটিন সংগ্রহ করতে মানুষের রক্ত খায়। তাই ভবিষ্যৎ সন্তানদের পালনের চেষ্টা করছে এমন এক মায়ের ওপর হামলা নিষ্ঠুরতা। সন্তানদের জন্য একটি মা মশাকে নিজের জীবন ঝুঁকিতে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না।

তবে ক্যারন তার তালিকা থেকে আফ্রিকাকে বাদ দিয়েছেন। কারণ, সেখানে মশার কামড়ে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে। 

এদিকে ক্যারনের সাথে একমত হতে পারেননি 'অ্যানিম্যাল ইকুইটি' নামের একটি প্রাণিকল্যাণ দলের যুক্তরাজ্যের প্রধান টনি ভারনেলি। তিনি বলেন, ম্যালেরিয়া বহনকারী পরজীবী প্রতিবছর লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ। মশা নিয়ে এধরনের পরামর্শ আসলেই বর্তমান সময়ের জন্য না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত