যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ১০

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ১৪:৫৯

কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটনে ফের বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রবিবার (৪ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১‌টায় ওহিও অঙ্গরাজ্যের ওরেগন জেলার একটি বারের বাইরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন অনুযায়ী হামলার ঘটনায় হতাহতদের পাশের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া বন্দুক হামলাকারীও ঘটনাস্থলে নিহত হয়েছেন।

সর্বশেষ হামলার ঘটনাটি ওহাইও অঙ্গরাজ্যের ডেটন জেলার অরেগনের ফিফথ স্ট্রিটে সংঘটিত হয়েছে বলে জানায় রুশ গণমাধ্যম আরটি।

এর কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় শনিবার বেলা ১১টার দিকে টেক্সাসের লা পাসো শহরে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২০ জন নিহত হন। আহত হন আরও ২৬ জন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে স্থানীয় সময় শনিবার সকালে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ২৪ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি হামলার আগে একটি ইশতেহার প্রকাশ করেছিলেন।