টেক্সাস হামলার ঘটনা তদন্ত করছে ‘এফবিআই’

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৯, ১৩:৫১

সাহস ডেস্ক

মেক্সিকো সীমান্তবর্তী যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনায় এরই মধ্যে তদন্তে নেমেছে মার্কিন তদন্তকারী সংস্থা 'এফবিআই'।

'এফবিআই' সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম 'সিএনএন' জানায়, সর্বোচ্চ তদন্তের অংশ হিসেবে টেক্সাসের স্যাটেলাইট কার্যালয় থেকে এরই মধ্যে বিভিন্ন উপকরণ সংগ্রহ করা হয়েছে। তাছাড়া হামলার সময় তোলা ছবি ও ভিডিও ফুটেজ তদন্তকারী এই সংস্থাটির কাছে জমা দিতে প্রত্যক্ষদর্শীদের প্রতি এক বিবৃতির মাধ্যমে আহ্বান জানানো হয়।

শনিবার (৩ আগস্ট) টেক্সাসের এলপাসো শহরের ওয়ালমার্ট স্টোরে হামলা চালায় সন্দেহভাজন এক বন্দুকধারী। ওই হামলায় ২০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রুসিয়াস নামের এক তরুণকে আটক করা হয়েছে।

এদিকে জনগনের নিরাপত্তার কথা বিবেচনা করে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের হামলার শিকার অঞ্চলটি এড়িয়ে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত