আফগানিস্তানে তালিবান হামলায় নিহত ১০

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ১১:৪৬

আফগানিস্তানে ডেকুন্দি প্রদেশের পুলিশ একটি চেকপোস্টে আচমকা হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে ১০ পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন আরো ১৫ জন।

শুক্রবার (২ আগস্ট) প্রদেশটির পাতু জেলার একটি গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে এ হামলার দায় স্বীকার করে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালবিান।

তালিবান মুখপাত্র কারী ইউসুফ আহমাদি বলেন, 'ডেকুন্দি প্রদেশের পুলিশ চেকপোস্টে পরিকল্পিতভাবে চালানো হামলাটি সম্পূর্ণ সফল হয়েছে। এতে অন্তত ১০ পুলিশ নিহতসহ তাদের আরও অনেক সদস্য আহত হয়েছে।'

বিশ্লেষকদের মতে, বর্তমানে এই দেশটির বেশিরভাগ অঞ্চলই তালিবান বিদ্রোহীদের দখলে। সেসব স্থানে প্রায়ই এমন মর্মান্তিক হামলার মিকার হচ্ছেন সরকারি কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য।

এছাড়া এই হামলায় প্রাণহানির সংখ্যা সামনে আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।