সাড়ে চার টন কোকেন জব্দ করল জার্মানি

প্রকাশ : ০৩ আগস্ট ২০১৯, ১১:৪৬

জার্মানি উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হামবুর্গে সাড়ে চার টন ওজনের কোকেন জব্দ করেছে দেশটির শুল্ক বিভাগ। এর দাম এক বিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ হাজার ৩৭৬ কোটি টাকার বেশি।

২ আগস্ট (শুক্রবার) স্থানীয় সময় বিকালে এসব মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম 'দ্য ডয়চে ভেলে'।

হামবুর্গের শুল্ক বিভাগ জানিয়েছে, দুই সপ্তাহ আগে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও থেকে দু'টি রহস্যজনক কন্টেইনার হামবুর্গ বন্দরে এসে পৌঁছায়। এগুলোর গন্তব্য ছিল বেলজিয়ামের শহর অ্যান্টওয়র্প।

কন্টেইনারগুলোর পণ্যের বিবরণে লেখা ছিল- এর মধ্যে কেবল সয়াবিন রয়েছে। যদিও প্রাথমিক পরীক্ষার মাধ্যমে ২২১টি স্পোর্টস ব্যাগে সংকুচিত প্রায় চার হাজার ২০০ প্যাকেট কোকেনের সন্ধান পাওয়া যায়।

এই চালানটি কার বরাবর যাবার কথা ছিল, তা খতিয়ে দেখছে হামবুর্গের প্রসিকিউটারের অফিস।

জার্মানিতে এর আগে কোকেনের এতো বড় চালান আটক হয়নি। জব্দকৃত কোকেন নষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত