চীনে এলো নতুন নিষেধাজ্ঞা

প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ১২:৪২

চীনের মুসলিম সম্প্রদায়ের ব্যবসায়ীদের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি সরকার।

রাজধানী বেইজিংয়ের সমস্ত রেস্তরাঁ ও খাবারের দোকানের সাইনবোর্ড থেকে আরবি শব্দ ও ইসলামিক প্রতীক অর্ধচন্দ্র সরানোর নির্দেশ দিয়েছে সরকার।

বেজিংয়ের ১১টি রেস্তরাঁ ও খাবার দোকানের কর্মচারীরা জানিয়েছেন, তাদের সাইনবোর্ড থেকে ইসলামের প্রতীক অর্ধচন্দ্র চিহ্ন এবং আরবিতে লেখা ‘হালাল’শব্দটি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

মুসলিম সম্প্রদায়ের মানুষকে চীনা সংস্কৃতির মূলধারায় নিয়ে আসার জন্যই এইসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দেশে বাড়তে থাকা মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বহু আগে থেকেই আরো অনেক পদক্ষেপ নিয়েছে চীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত