আফগানিস্তানে বাসে বিস্ফোরণ, নিহত ৩৪

প্রকাশ : ৩১ জুলাই ২০১৯, ১৫:২৩

আফগানিস্তানের দূরপাল্লার একটি বাস তালিবানদের পুঁতে রাখা আইইডি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

৩১ জুলাই (বুধবার) কান্দাহার-হেরাতের হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।

জানা যায়, ফারাহের আব খোর্মা এলাকার একটি প্রধান সড়কে পুঁতে রাখা বোমার চাপ-প্লেট মাইনে দুর্ভাগা বাসটি ধাক্কা লাগলে একটি বিস্ফোরণ ঘটে আর বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে যায়।

নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত বেশ কয়েকজনকে পাশের হেরাত প্রদেশের আঞ্চলিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

তালিবান জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করার জন্য রাস্তার পাশে বোমা এবং ল্যান্ডমাইন তৈরি করতে উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) ব্যবহার করে আসছে। যদিও প্রাণঘাতী হোম-মেড এই বিস্ফোরক অনেক বেসামরিকের হতাহতের কারণ হয়ে দাঁড়ায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত