ইরানের উপর নিষেধাজ্ঞায় কাজ হয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশ : ৩০ জুলাই ২০১৯, ১৬:২৯

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের ওপর তার দেশের আরোপিত নিষেধাজ্ঞায় কাজ হয়েছে বলে মন্তব্য করেছেন।

২৯ জুলাই (সোমবার) ওয়াশিংটনের একটি অর্থনৈতিক কেন্দ্রে বক্তৃতায় দিতে গিয়ে এই দাবি করেন। এমন সময় এই বক্তব্য দিলেন যখন গত এক সপ্তাহে তিনবার ইরান সফরের আগ্রহ প্রকাশ করেন তিনি।

পম্পেও বলেন, ‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সময় বিশেষজ্ঞরা মনে করেছিলেন, শুধুমাত্র আমেরিকার একার নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না। কিন্তু তাদের ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে দিয়ে এখন দেখা যাচ্ছে, নিষেধাজ্ঞা আমেরিকার জন্য কাঙ্ক্ষিত ফল দিতে শুরু করেছে।’

মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের সরকারের কোনো ক্ষতি হচ্ছে না বরং এর ফলে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে বলে জানায় ইরান।

সাহস২৪.কম/জুবায়ের/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত