সুদানে সরকারবিরোধী আন্দোলনে নিহত ৮৭

প্রকাশ : ২৮ জুলাই ২০১৯, ১৮:৫৪

আফ্রিকার দেশ সুদানে গত মাস থেকে চলা সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৮৭ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি দেশটির সহিংসতা তদন্তকারী সংস্থার।

গত ৩ জুন শুরু হওয়া এই সংঘর্ষে আরো কমপক্ষে ১৬৮ বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও সুদানি সরকার এই হতাহতের সংখ্যা আরো কম দাবি করছে।

শনিবার সকাল থেকে রাজধানী খার্তুমের রাজপথে সমবেত হতে থাকেন হাজারো জনগণ। এই সময় বিক্ষোভে আগত লোকজন দেশটিতে বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। পরবর্তীতে এক পর্যায়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

এদিকে তদন্তকারী সংস্থাটির প্রধান ফাদ আল রহমান সাইদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'বিক্ষোভকারীদের দমনের নামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তখন তাজা গুলি ব্যবহার করেছিলেন। আরা এতেই বহু লোক হতাহত হয়।'

তিনি আরো বলেন, 'সুদানি প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে তিনজন কর্মকর্তা তাদের ঊর্ধ্বতনদের নির্দেশ অমান্য করে প্রথমে হামলাটি চালান। সে সময় ঘটনা স্থলেই ১৭ জনের মৃত্যু হয়।'

অপরদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত কিছুদিনের সহিংসতায় মোট ৬১ জন নিহত হয়েছেন। যদিও বিরোধী দলের দাবি এবারের বিক্ষোভে অন্তত ১২৭ জনের মতো লোক প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরো কমপক্ষে চার শতাধিক।

তদন্তকারী সংস্থার প্রধান সাইদ বলেন, 'কয়েকজন কর্মকর্তা অনেকটা দূর থেকে বিক্ষোভকারীদের ওপর আগ্রাসনটি চালায়। তাদের বলা হয়েছিল, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তাৎক্ষণিক তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।'

সাহস২৪.কম/জুবায়ের/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত