লিবিয়ায় সামরিক হামলায় নিহত ৫ চিকিৎসা কর্মী

প্রকাশ | ২৮ জুলাই ২০১৯, ১৫:২২

অনলাইন ডেস্ক

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি মেডিকেল সেন্টারে হামলা হওয়ায় ৫ জন চিকিৎসা কর্মী নিহত হয়েছে। এতে আরো ৮ জন চিকিৎসা কর্মী গুরুতর আহত হয়েছে।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, দীর্ঘদিন ধরেই রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিয়ে জাতিসংঘ সমর্থিত সরকার এবং খলিফা হাফতারের সামরিক বাহিনীর মধ্যে হওয়া সংঘর্ষে চিকিৎসা কর্মীদের নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

সামরিক বাহিনীর এই হামলায় ৫ জন চিকিৎসা কর্মী নিহত হয়েছে এবং আরো ৮ জন আহত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওটিএইচও) এই দেওয়া তথ্য মতে,  জাতিসংঘ সমর্থিত সরকার এবং খলিফা হাফতারের সামরিক বাহিনীর মধ্যে হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ১০০০ বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৫৭০০ মানুষ।