লিবিয়া উপকূল থেকে ৬২টি মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ১২:৫১

লিবিয়া উপকূল থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৬২ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

২৫ জুলাই (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকালে ইউরোপ যাওয়ার উদ্দেশে প্রায় চার শতাধিক শরণার্থী সমুদ্র পথে রওনা দিলে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

জানা য়ায়, উপকূলে এখনো অনেক মৃতদেহ ভেসে বেড়াচ্ছে। যে কারণে এই নৌকাডুবিতে ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নৌকাডুবির পর উদ্ধারকর্মীরা অন্তত ১৪৫ জন শরণার্থীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। নিখোঁজদের সন্ধানে অভিযান এখনো অব্যাহত আছে।

ইউএনএইচসিআরের মুখপাত্র চার্লি ইয়াক্সলি বলেছিলেন, 'স্থানীয় জেলেরা জীবিতদের পানি থেকে উদ্ধার করে এবং তারপর লিবিয়ার কোস্ট গার্ডের মাধ্যমে তাদের উপকূলীয় অঞ্চলের ফিরিয়ে আনা হয়।

বিশেষজ্ঞরা প্রায়ই এ ধরনের অনিরাপদ যাত্রা থেকে বিরত থাকতে শরণার্থীদের পরামর্শ দিয়ে থাকেন। যদিও এত কিছুর পরও এই প্রবণতা একটুও কমছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত