চীনকে এস-৪০০ দ্বিতীয় চালান হস্তান্তর করেছে রাশিয়া

প্রকাশ : ২৫ জুলাই ২০১৯, ১৯:০১

চীনের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান হস্তান্তর করেছে রাশিয়া। ২০১৪ সালে সই হওয়া চুক্তির আওতায় বেইজিংকে এই ব্যবস্থা দিচ্ছে মস্কো।

গতকাল (বুধবার) নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দ্বিতীয় চালানের প্রথম ব্যাচের সরঞ্জাম বাল্টিক উপকূলের উস্ত-লুগা বন্দর থেকে জাহাজে তোলা হয়েছে এবং সেটি চীনের দিকে রওয়ানা দিয়েছে।

সূত্র বলছে, তুরস্কের মতো নির্দিষ্ট সময়ের কয়েক মাস আগেই চীনের কাছে এই ব্যবস্থা হস্তান্তর করা হলো। ওই সূত্র আরো জানিয়েছে, এস-৪০০ এর পুরো রেজিমেন্ট তিনটি জাহাজে করে নেয়া হচ্ছে।

২০১৪ সালে চীন এস-৪০০ ক্ষেপণাস্ত্রের চার থেকে ছয়টি ইউনিট কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করে যার আনুমানিক মূল্য ছিল ৩০০ কোটি ডলার। চীনের কাছে ক্ষেপণাস্ত্র্র ব্যবস্থা হস্তান্তরের আগে দেশটির একদল সেনাকে এস-৪০০ পরিচালনার জন্য উপযোগী করতে তুলতে প্রশিক্ষণ দিয়েছে রুশ বিশেষজ্ঞরা। গত বসন্তে প্রথম চালান পায় চীন এবং এরইমধ্যে তারা সফলতার সঙ্গে এস-৪০০ এর পরীক্ষা শেষ করেছে।

সাহস২৪.কম/জুবায়ের/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত