লোকসভায় পেশ হবে তিন তালাক বিল

প্রকাশ | ২৫ জুলাই ২০১৯, ১৬:১৪

তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে এটার রোধে ভারতের লোকসভায় আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) পেশ হতে যাচ্ছে তিন তালাক বিল। তবে প্রথম থেকেই কিছু বিরোধী দল এই তিন তালাক বিল নিয়ে বিরোধিতা করে এসেছেন।

তাদের মতে, গোটা মুসলিম সমাজকে এই বিলের ভুক্তভোগী হতে হবে। এই নতুন আইনের ফলে যে সমস্ত মুসলিম ব্যক্তিরা তাদের স্ত্রীকে তিনবার 'তালাক' বলে বিবাহ বিচ্ছেদে বাধ্য করবেন তাঁদের তিন বছরের জেল হবে।

লোকসভায় এই বিলটি পেশ করা গেলেও, আশঙ্কা করা হচ্ছে যে সংসদের উচ্চকক্ষে এ নিয়ে বিরাট বিরোধিতার সম্মুখীন হতে হবে কেন্দ্রীয় সরকারকে।

কংগ্রেসসহ বেশিরভাগ বিরোধী দলই মুসলিম পুরুষদের কারাদন্ডের বিধানের বিরোধিতায় সরব হয়েছে। বিরোধীদের দাবী, একটি গার্হস্থ্য ইস্যুতে এমন শাস্তিমূলক বিধান চালু করা যায় না যা মূলত মানুষের প্রবৃত্তিগত এবং তিন তালাক বিলের বর্তমান ধরণে শিকার হতে হবে মুসলিম সমাজকে।