জাহাজে মিললো ২১ টন হাতির দাঁত, মাছের আঁশ

প্রকাশ : ২৫ জুলাই ২০১৯, ১৩:৫৯

ভিয়েতনামগামী একটি কার্গো জাহাজ থেকে হাতির প্রায় ৯ টন দাঁত, আর বিলুপ্তপ্রায় প্রাণী বনরুইয়ের ১২ টন আঁশ উদ্ধার করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, জাহাজের কন্টেইনারে করে কাঠ আনার কথা থাকলেও এই বিপুল পরিমাণ দাঁত আর আঁশ বহন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই বিপুল পরিমাণ দাঁতের জন্য প্রায় ৩শ’ হাতি হত্যা করা হয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়, জব্দ করা ওই হাতির দাঁতের বাজার মূল্য ১ কোটি ২৯ ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ১শ’ ৯ কোটি টাকারও বেশি। অন্যদিকে প্রায় ২ হাজার বনরুই এর ১২ টন আঁশের মূল্য প্রায় ৩ কোটি ৫৭ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা ৩শ’ কোটি টাকারও বেশি।

আটক করা হাতির দাঁত এবং আঁশ ধ্বংস করে ফেলা হবে বলে জানিয়েছে সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত