ভারতে কয়লাখনি ধসে নিহত ৪ শ্রমিক

প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১৬:৫৬

ভারতের ইন্ডিয়া লিমিটেড কোম্পানির এক কয়লাখনিতে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৪ শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৯ জন।

২৩ জুলাই (মঙ্গলবার) গভীর রাতে ধস নামার পর আপাতত খনিটি বন্ধ করে দেওয়া হয়েছে। খনিটিতে প্রতিদিন ২০০০০ টন কয়লা উৎপাদন হত। এক সপ্তাহ পর এতে ফের উৎপাদন শুরু হবে বলে জানা গেছে।

২০১৮ সালের এক সরকারি পরিসংখ্যানে দেখা যায়, সে দেশে কোল ইন্ডিয়া ও সিনগ্রেনি কোলারিজ কোম্পানি লিমিটেডের খনিগুলোতে প্রতি সাত দিন অন্তর একজন শ্রমিক মরা গেছেন।

উড়িষ্যায় কোল ইন্ডিয়ার ওই খনিটিতেও নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিলো না। ফলে এতগুলো শ্রমিকের হতাহত হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত