দাবানলে পুড়ছে পর্তুগাল

প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৬:৪১

পর্তুগালে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে বেশিরভাগ গ্রামবাসী নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

ভয়াবহ এই দবানলে এখন পর্যন্ত আহত হয়েছেন ২০ জন। নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১ হাজার ৮০০ দমকল বাহিনী, ১৯ হেলিকপ্টার, ১০০টি অগ্নিনির্বাপক। যদিও অভিযানে অংশ নিয়ে এখন পর্যন্ত অন্তত ৭ কর্মীর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

'বিবিসি জানায়, কাস্টেলো ব্রাঙ্কো অঞ্চলের মোট তিনটি পাহাড়ি বনে এরই মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের মতে, খুব শিগগিরই কাস্টেলো ব্রাঙ্কো অঞ্চলের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। যার অংশ হিসেবে মধ্য ও দক্ষিণ পর্তুগালের মোট ছয়টি অঞ্চলে অগ্নিকাণ্ডের সর্বোচ্চ সতর্কতাও জারি করা হয়েছে।

উদ্দেশ্যমূলকভাবে কেউ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে কিনা কর্তৃপক্ষ সেটি খতিয়ে দেখছে বলেও জানান পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো কাবরিতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত