হংকংয়ে মুখোশধারীদের হামলায় আহত ৪৫

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ১৪:১৩ | আপডেট: ২২ জুলাই ২০১৯, ১৪:১৯

হংকংয়ে একটি রেলস্টেশনে অস্ত্র নিয়ে বেশ কিছু মুখোশধারী অতর্কিত হামলায় ৪৫ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

২১ জুলাই (রবিবার) দেশটির ইউয়েন লং এলাকায় অবস্থিত রেলস্টেশনে এ হামলা ঘটনা ঘটে।

বিবিসি জানায়, বেশ কিছু মুখোশধারী ব্যক্তি ইউয়েন লংয়ের এমটিআর স্টেশনে যায়। তাদের প্রত্যেকের হাতেই অস্ত্র ছিল। একপর্যায়ে তারা স্টেশন ও ট্রেনের বগির ভেতরে থাকা মানুষকে আক্রমণ করতে শুরু করে। এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

কোন বিক্ষোভের জেরে এ হামলার ঘটনা ঘটে, তার সুরাহা হয়নি এখন পর্যন্ত। হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি হংকং পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা এক ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষুব্ধ মুখোশধারীরা সবাই সাদা পোশাক পরিহিত ছিল এবং সবার হাতেই ছিল অস্ত্র।