ব্রিটিশ অর্থমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৩:১৬

ব্রিটেনের সাবেক পররাষ্ট্র সচিব বরিস জনসন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন বর্তমান অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড।

ফিলিপ হ্যামন্ড বলেন, বরিস জনসন এখনো চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে। আর তাই সেখানে স্বাক্ষর করা সম্ভব নয়। যে কারণে তখন এই সরকারের এই পদ থেকে পদত্যাগ ছাড়া অন্য কোনো পথ নেই।

তিনি আরো বলেন, চলমান ব্রেক্সিট সঙ্কট নিরসনে ইস্যুটি নিয়ে খুব ভালোভাবে কাজ করতে হবে। যে কারণে পরবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর কাজে একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিৎ। যা এখানে আমার নেই; তাই আমাদের এর বিকল্প পথ ভাবাই উত্তম।

বিশ্লেষকদের মতে, অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এমন একটি সময় তার বকতব্য প্রকাশ করল, যার একদিন পরই জনসন অথবা পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের মধ্যে একজন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছে।

বিতর্কিত ব্রেক্সিট ইস্যুতে কোনো ধরনের সমঝোতা স্বরূপ প্রস্তাব পাশে ব্যর্থ হওয়ায় গত ১২ মে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এরপর থেকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌরে মাঠে নেমে পড়েন অনেক শক্তিশালী নেতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত