উত্তরপ্রদেশে বজ্রপাতে নিহত ৩২

প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১১:৫৫

ভারতের উত্তরপ্রদেশে বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় প্রায় ৩২ নিহত ও ১৩ জন আহত হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, বজ্রপাতে নিহতদের মধ্যে সাতজন কানপুর, সাতজন ফাতেহপুর, পাঁচজন ঝানসি, চারজন জালাউন, তিনজন হামিরপুর, দু'জন ঘাজিপুর, একজন করে জাওনপুর, প্রতাপগর, কানপুর দেহাত এবং আরও একজন চিত্রাকুটের বাসিন্দা।

এছাড়া গত রবিবার রাজস্থান রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ২৬ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের  নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো ৮ নারীসহ ১৮ শ্রমিক ওই হাসপাতালে রয়েছেন।

সে দেশে বজ্রপাতে প্রাণহানি কোনো নতুন ঘটনা নয়। প্রতিবছর ভারতে বজ্রপাত ২৫শ মানুষ মারা যায় বলে এক পরিসংখ্যান থেকে জানা যায়।

রাজ্যজুড়ে এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি তিনি নিহতদের প্রতি পরিবারকে চার লাখ রুপি করে দেয়ার নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত