যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ২২

প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ১৮:৫২

যুক্তরাষ্ট্রে শিকাগোতে কয়েকটি বিচ্ছিন্ন বন্দুক হামলায় ২জন নিহত এবং আরো ২২ জন গুরুতর আহত হয়েছে।

১৯ জুলাই (শুক্রবার) রাতে প্রথম হামলার ঘটনা ঘটে। গাড়ির মধ্যে থাকা ২১ বছর বয়সী এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে এক ব্যক্তি। গুলিবদ্ধ ওই যুবককে মৃত ঘোষণা করে স্থানীয় চিকিৎসক।

দ্বিতীয় হামলার ঘটনায় ২৩ বছর বয়সী এক যুবক গাড়িতে বসে বাইরে একটি গ্রুপের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে হঠাৎ ওই যুবকের বুকে গুলি চালায় গ্রুপের একজন। স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

২০ জুলাই (শনিবার) এক কিশোরকে গাড়িতে তুরতে চায় দুই ব্যক্তি ওই সময় সে পালানোর চেষ্টা করলে তার ওপর গুলি চালানো হয়। এছাড়াও শিকাগোর পশ্চিমাঞ্চলে ১৪ বছর বয়সী এক কিশোরীর হাতে ও পায়ে গুলি করে পালিয়ে যায় একটি গাড়ি। এই দুই কিশোর- কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের 'গান ভায়োলেন্স আর্কাইভ' এর তথ্য মতে,যুক্তরাষ্ট্রে  ২০১৯ সালে বন্দুক হামলায় মোট প্রাণ হারিয়েছে ৮০৩৬ জন এবং আহত হয়েছে ১৫৮৬১ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত