চেকপোস্টের পর হাসপাতালে আত্মঘাতী হামলা

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ১৪:১৬

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বন্দুক হামলার পর একটি হাসপাতালের ট্রমা সেন্টারে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত এবং আরো ৮ জন আহত হয়েছে।

২১ জুলাই (রবিবার) দেশটির খাইবার পাখতুনখুয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকার জেলা হাসপাতালে ট্রমা সেন্টারে এই আত্মঘাতী হামলা চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, হাসপাতালে যখন রোগী এবং কর্মীরা প্রবেশ করছিল সে সময়ই তাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

ওই বিস্ফোরণের পরপরই সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। তারা সেখান থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

হামলার প্রাথমিক প্রমাণে এটি পূর্বপরিকল্পিত। এছাড়া বোমায় ৬-৭ কিলোগ্রাম এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে বলে ধারণা করেছে পুলিশ।