চীনে গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত ১০

প্রকাশ : ২০ জুলাই ২০১৯, ১৩:১৪

চীনের ইয়ামা সিটির হেনান কোল গ্যাস প্লান্টে বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। এ বিস্ফোরণের পর এখনো পাঁচ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

১৯ জুলাই (শুক্রবার) এই বিস্ফোরণের ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন। যাদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আকস্মিক এ বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

জানা যায়, বিস্ফোরণের পরপরই গ্যাস প্লান্টটির আশপাশের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত অনেক বাড়িঘরের জানালা ও দরজার কাচ ভেঙে পড়ে। তাছাড়া গ্যাস প্লান্টের পাশের একটি ইলেকট্রিক পোল সড়ক দিয়ে চলা গাড়ির উপরে পড়লে তাৎক্ষণিক কয়েকজন আহত হয়।

নিরাপত্তা জনিত কারণে গ্যাস প্লান্টের উৎপাদন আপাতত বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের পর এলাকাটি ব্যাপক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। যে কারণে আশপাশের বেশ কয়েকটি সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত