২০ জুলাই: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২০ জুলাই ২০১৯, ০০:০৮

সাহস ডেস্ক

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য  সাহস২৪.কম এর নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২০ জুলাই ২০১৯, শনিবার, ৫ শ্রাবণ ১৪২৬, ১৬ জিলকদ ১৪৪০। ২০ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০১তম (অধিবর্ষে ২০২তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৪ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:
১৯৬৯ - অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।

জন্ম:
১৭৮৫ - দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান।
১৮২২ - গ্রেগর ইয়োহান মেন্ডেল, অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।
১৯১৯ - এডমুন্ড হিলারী নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী। তিনি তেনজিং নরগের সাথে মে ২৯, ১৯৫৩ সালে এভারেস্ট শৃঙ্গ আরোহন করেন।
১৯৫০ - নাসিরুদ্দিন শাহ্, ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা।

মৃত্যু:
১৮৬৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।
১৯৪৪ - মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯০১)
১৯৫১ - প্রথম আবদুল্লাহ, আরব বিদ্রোহের অন্যতম নেতা ও জর্ডানের প্রথম বাদশাহ।
১৯৭৩ - ব্রুস লী, চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা।

তথ্যসূত্র: উইকিপিডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত