আটক হলেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ১৫:৫৬

ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।

১৯ জুলাই সকালে দেশটির উত্তরপ্রদেশের উত্তপ্ত সোনভদ্রে যাওয়ার পথে থামিয়ে দেয় যোগী আদিত্যনাথের পুলিশ। সেখান থেকে সরকারি গাড়িতে করে প্রিয়াঙ্কা ও অন্য কংগ্রেস কর্মীদের অন্যত্র নিয়ে যাওয়া হয়।

গত সপ্তাহে সোনভদ্রের একটি গ্রামে জমি নিয়ে গোলমালের জেরে গুলিতে ১০ নিহত হয়। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে ১৯ জুলাই (শুক্রবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসী পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধী। সেখান থেকে সড়কপথে সোনভদ্রে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সোনভদ্রে কোনওরকম জমায়েত করা যাবে না, এই বলে প্রিয়াঙ্কাকে আটকে দেয় পুলিশ। রাস্তার ওপরেই অন্য কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে বসে পড়েন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোনভদ্রায় যাওয়ার পথে প্রিয়াঙ্কার গাড়ি থামানো হয়। প্রিয়াঙ্কা জায়গা থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে তাকে আটক করে সরকারি গাড়িতে তোলা হয়। তখন তিনি বলেন, 'আমি জানি না তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা যেকোনো জায়গায় যেতে রাজি।'

উল্লেখ্য, গুজ্জর ও গোণ্ড সম্প্রদায়ের মধ্যে ৩৬ একরের একটি জমি নিয়ে গোলমালের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সোনভদ্র।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সময়
সাহস২৪.কম/জুবায়ের/জয়