ইরানে তুর্কি কূটনীতিককে গুলি করে হত্যা

প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ১৩:৪৯

ইরাকের ইবরিলের একটি রেস্তোরাঁয় তুর্কি একজন কূটনীতিক ও একজন কনস্যুলেট কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে নিহত হয়েছেন আরো একজন।

১৭ জুলাই (বুধবার) ইবরিলে অবস্থিত হুক্কাবাজ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটেছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে নিয়োজিত তুরস্কের ডেপুটি কনসাল জেনারেল ও আরো দুজন কূটনীতিককে নিয়ে ওই রেস্তোরাঁয় ছিলেন। এমন সময় সেখানে বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার পর পরই ওই বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তুর্কি সরকার এ হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে জানিয়েছে, এরই মধ্যে হামলাকারীদের চিহ্নিত করা ও ধরার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে তুর্কি কূটনীতিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে ওই হামলার নিন্দা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত