ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট

প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ১১:৩৪

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন দের লায়েন। এর মধ্য দিয়ে ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে কোনো জার্মান এই পদে বসতে যাচ্ছেন। আইনপ্রণেতারা তার মনোনয়ন অনুমোদন করেছেন ১৬ জুলাই ।

ইসির প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে একটি গোপন ভোট অনুষ্ঠিত হয়। সেখানে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলার পক্ষে ভোট পড়ে ৩৮৩টি, যেখানে পদ পাওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭৪টি ভোটের। কমিশনের বর্তমান প্রধান জ্যঁ-ক্লদ ইয়ুংকারের স্থলাভিষিক্ত হবেন উরসুলা। ইয়ুংকার ৩১ অক্টোবর পদত্যাগ করবেন।

ব্যাপক সমালোচনা থাকলেও ইইউ'র আইনপ্রণেতারা ব্রাসেলসের অন্যতম বড় পদে জার্মানির প্রতিরক্ষামন্ত্রীকে সমর্থন দিলেন। ১ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন উরসুলা। বাণিজ্য, বৈদেশিক সম্পর্ক ও রাজস্ব আইনসহ ইইউ নীতিতে যেসব বিষয় রয়েছে, তা এগিয়ে নেয়ার দায়িত্ব থাকবে তার ওপর। 

সূত্র: গার্ডিয়ান
সাহস২৪.কম/জুবায়ের/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত