মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১৪

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৬:২০

সাহস ডেস্ক

ভারতে মুম্বাইয়ে একটি শতবর্ষী ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন। ধ্বংসাবশেষের নিচে আরো অনেক লোক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

১৬ জুলাই (মঙ্গলবার) ভারতের অন্যতম ঘনবসতিপূর্ণ দংরি এলাকায় এ ভবন ধসের ঘটনা ঘটে। ভবনের মধ্যে প্রায় ৩০-৪০ জন মানুষ আটকা পড়েছে।

উদ্ধারকর্মীরা জানায়, দুই শিশুসহ ৯ জন জীবিত মানুষ উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষের নিচে অন্তত ৪০ থেকে ৫০ জন মানুষ আটকে পড়ে আছেন বলে ধারণা করা করা হচ্ছে।

ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কয়েকটি দল। এছাড়া স্থানীয় লোকেরাও এই ধ্বংসস্তুপ সরানোর কাজে হাত দিয়েছেন।

ভবনটি ১০০ বছর আগে নির্মাণ করা হয়। গতসপ্তাহের ভারী বর্ষণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বলে ধারণা করেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত