সরকারি অফিসে ফেসবুক-টুইটার ও হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৫:০৯

রাষ্ট্রীয় তথ্যের ডিজিটাল সিকিউরিটি জারি করেছে ভারত। সরকারি অফিসে কম্পিউটারের পাশাপাশি মোবাইলে ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

দেশজুড়ে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় সরকারি অফিসের গোপন তথ্যের নিরাপত্তা কথা চিন্তা করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, যদি কেউ অফিসের কম্পিউটার ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত থাকতে চান, তাহলে তাকে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অনুমতি নিতে হবে। অফিসের দেওয়া ই-মেইল আইডির বাইরে অন্য কোনো ই-মেইল সরকারি কাজের জন্য ব্যবহার করা যাবে না।

এছাড়া কেন্দ্রী সরকারি কর্মকর্তারা অফিসের নিজেদের ইউএসবি যন্ত্র নিয়ে যেতে পারবেন না। অফিসের কম্পিউটার ব্যবহার করে গোপন তথ্য শক্তিশালী পাসওয়ার্ড কীভাবে সুরক্ষিত রাখতে হবে, তা-ও শেখানো হয়েছে ওই নির্দেশনায়।

এদিকে ইন্টারনেটের ব্যবহার, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, স্টোরেজ মিডিয়া যন্ত্র, ই-মেইল, ওয়াইফাই, সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যাটাক নিয়ে বিভিন্ন নির্দেশনা দেয়া হয় কর্মকর্তাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত