‘ব্রিটেনকে সময় মতো জবাব দেবে’

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৩:২১

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জিব্রাল্টার উপকূলে তেল ট্যাংকার আটকের ঘটনাকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছেন। ব্রিটেনকে এর জন্য কঠিন প্রতিক্রিয়া পেতে হবে বলে হুশিয়ারি করেন তিনি।

প্রায় দেড় বছর আগে আটক তেল ট্যাংকারটি নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এ প্রথম প্রতিক্রিয়া জানালেন।

তিনি জানান, জলদস্যুতার মাধ্যমে আমাদের তেল ট্যাংকার ছিনতাইয়ের পর এখন তারা এটিকে বৈধতা দেয়ার চেষ্টা করছে।

থামেনি ব্রিটেনকে হুশিয়ারি করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র এটাকে বিনা জবাবে ছেড়ে দেবে না এবং উপযুক্ত সুযোগ-সময় মতো এর জবাব দেবে।

তবে এ ঘটনায় তেহরানও কড়া প্রতিবাদ জানিয়েছে। ট্যাংকার জব্দকে দস্যুবৃত্তি আখ্যায়িত করে সেটি ছেড়ে না দিলে পাল্টা ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছে ইরান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত