ফিলিপাইনে ডেঙ্গুতে ৪৫৬ মৃত্যু, সতর্কতা জারি

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১২:৩২

ফিলিপাইনে ভয়াবহ ডেঙ্গুতে গত আট মাসে ১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৫৬ জনের বেশি মারা যাওয়ার পর জাতীয় ডেঙ্গু সতর্কতা জারি করা হয়েছে।

দেশের চারটি অঞ্চলে মহামারী ঘোষণা করা হয়েছে। এগুলো হলো- মিমারোপ, পশ্চিম ভিসায়াস এবং উত্তর মিন্দানাও। এ অঞ্চলগুলোতে ২০ মিলিয়নেরও বেশি লোক বসবাস করছে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে মশার প্রজনন স্থান ধ্বংস করা, মশা নিরোধনের ব্যবহার এবং রোগের প্রাথমিক লক্ষণ দেখা দেয়ার পরপরই ডাক্তারের পরামর্শ নেয়া।

এক রিপোর্টে বলা হয়, স্বাস্থ্য কর্মকর্তারা অন্যান্য অঞ্চলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে ডেঙ্গু এখনো জাতীয় মহামারী হয়নি। সমস্যাটি এখনো স্থানীয় মহামারী পর্যায়ে আছে।

শুধু ফিলিপাইন নয়, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোতেও প্রায়ই ডেঙ্গু দেখা যায়। জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা বাড়ায় ডেঙ্গুর জীবাণুবাহী মশা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত