বৈদ্যুতিক বিপর্যয়ে নিউইয়র্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ১২:৫৪

একদম আচমকাই চলে গেল বিদ্যুৎ। সাবওয়ে ট্রেন ও লিফটে আটকা পড়েছে অনেকে। দীর্ঘ সময় পরও বিদ্যুৎ না আসায় বাসা থেকে বেরিয়ে সড়কে চলে আসেন বহু মানুষ। এমন বিদ্যুৎ বিপর্যয়ে কারণে বিপাকে পড়েছেন যু্ক্তরাষ্ট্রের নিউইয়র্কে লাখ লাখ মানুষ।

নিউইয়র্কের স্থানীয় শক্তি সংস্থা কন এডিসন জানায়, প্রায় ৪২,০০০ পরিবার বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এই বিপর্যয় ম্যানহাটানের পশ্চিম দিকে পঞ্চম অ্যাভিনিউ এবং হডসন রিভারের মাঝামাঝি ৪০ তম এবং ৭২ নম্বর রাস্তার মধ্যে ব্রডওয়ে থিয়েটার এলাকার মানুষকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
 
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ম্যানহাটানের একটি ইলেকট্রিক ট্রান্সফরমারের মধ্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। এটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইটও বন্ধ হয়ে আছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, স্থানীয় সময় বিকেলেই বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপিত হয়।

সাহস২৪.কম/জুবায়ের/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত