পাকিস্তানে গণমাধ্যমের ওপর নতুন নিষেধাজ্ঞা

প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১৫:১৯

পাকিস্তানে যেসব রাজনীতিবিদের বিচার চলছে বা সাজা হয়েছে সংবাদ মাধ্যমে তাদের সাক্ষাৎকার প্রকাশ করা যাবে না বলে জানিয়েছে দেশটির সরকার।

ওই দেশের গণমাধ্যমের ওপর এ নতুন নিষেধাজ্ঞা পর গণমাধ্যমের অধিকার পর্যবেক্ষণকারী সংস্থা রিপোর্টাস উইদাউট বর্ডারস এটির সমালোচনা করেছে।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজের সংবাদ সম্মেলন সরাসরি প্রচার করার কারণে চ্যানেল 24, আবতাক নিউজ ও ক্যাপিটাল টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

সংস্থাটির এশিয়া-প্যাসিফিক ডেস্কের প্রধান ড্যানিয়েল বাস্টার্ড বলেছেন, পাকিস্তানি মানুষের স্বার্থসংশ্লিষ্ট একটি বিষয় প্রকাশের সময় এ ধরনের ঘটনা গণমাধ্যমের বহুত্ব এবং স্বাধীনতার লঙ্ঘন, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।

ড্যানিয়েল বলেন, এই তিনটি টিভি চ্যানেলের ক্যাবল সম্প্রচার পুনরায় চালু করার ব্যাপারে পদক্ষেপ নিতে আমরা প্রধানমন্ত্রী ইমরান খানের বেসামরিক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

পাকিস্তানে বহু বছর ধরেই এমন অভিযোগ আছে যে, সেখানে সামরিক বাহিনী গণমাধ্যমে স্পর্শকাতর এবং সমালোচনামূলক খবর বন্ধে চাপ দিয়ে থাকে। সামরিক বাহিনী অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত