আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০

প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ১৯:০৭

আফগানিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আত্মঘাতি হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ১০জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৪০ জনের বেশি মানুষ।

ননগরহরের মুখপাত্র আত্তাউল্লাহ খুগায়ানি বলেন, 'সরকারপন্থী একজন সামরিক কামন্ডারকে লক্ষ্য করে শিশু ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।'

আত্তাউল্লাহর বরাতে রয়টার্স জানিয়েছে, 'এই হামলায় ১০ জন নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তালেবানও এই হামলার পেছনে তাদের ভূমিকা অস্বীকার করেছে।'

তবে এই এলাকায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে। এখানে তারা আইএস খোরাসান বলেও পরিচিত। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা বেশকিছু ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়েছে। এরমধ্যে গত বছর কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে হামলায় বহু লোকের প্রাণহানি ঘটে।

বেসামরিক লোকজনের প্রাণহানি নিরসনে তালেবান বিদ্রোহী ও সরকারের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার একদিন পরই এই হামলার ঘটনা ঘটেলো।

সাহস২৪.কম/জুবায়ের/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত