চীনে ভয়াবহ বন্যায় নিহত ৬১, ঘরছাড়া সাড়ে ৩ লাখ

প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ১৮:১৩

সাহস ডেস্ক

 

চীনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ৬১ জন নিহত হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখ ৫৬ হাজার জনকে।

দেশটির উদ্ধারকারী ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।

গত কয়েকদিন ধরে চীনের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঝেজিয়াং ও জিয়াংজি প্রদেশ, গুয়াংজি ঝুয়াং, চংকিং মিউনিসিপ্যালিটি, সিচুয়ান ও গুইঝো প্রদেশের বাসিন্দাদের ঝড়-বৃষ্টি বিপুল প্রভাব পড়েছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বন্যায় ৯ হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার পানিতে আটকে পড়া ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

গ্রীষ্মকালে চীনের উত্তরাঞ্চলে খরা দেখা যায় এবং দক্ষিণাঞ্চলে বন্যা। এবারের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জরুরি মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত